• ঢাকা
  • বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাংচুরের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৫ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাংচুরের অভিযোগ
কুমিল্লা চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাংচুরের অভিযোগ

 .

 .

কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধ : কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের বাড়িঘরে হামলা করেছে ভাই-ভাতিজারা। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ সিরাজুল ইসলাম অভিযোগ করেন তার বাড়ীতে হামলাকারী আবদুল হক, তার ছেলে আজিজুল হক ও নাজমুল হককে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মুরাদ। .

 .

অভিযোগে উল্লেখ করা হয়, বাহেরগড়া গ্রামের মরহুম মৌলভী আবদুল করিমের ছেলে শাহ মো: সিরাজুল ইসলাম ও আবদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় আবদুল হকের নেতৃত্বে তার দুই ছেলে আজিজুল হক ও নাজমুল হক বিভিন্ন সময় সিরাজুল ইসলাম ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে আবদুল হক লাঠি হাতে নিয়ে সিরাজুল ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে এলো পাতাড়ি টিনের বেড়া, রান্না ঘর ভাংচুর করে। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলেও তাকেও মারধর করা হয়। সিরাজুল ইসলামের শোর চিৎকার শুনে পরিবারের অন্যরা এগিয়ে গেলে তাদেরকেও আক্রমন করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারী আবদুল হকসহ অন্যরা পালিয়ে যায়। .

 .

স্থানীয় আবদুল হাকিম পাটোয়ারী বলেন, শুনেছি-সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়েছে। রাতে ঘর বাড়িতে হামলা হয়েছে। তবে উভয়ে সংযত হওয়া জরুরী। .

অভিযোগের বিষয়ে আবদুল হক বলেন, ‘ভাইয়ের সাথে সম্পত্তি বন্টকনামা মামলা চলমান আছে। আমার জায়গায় সে কাজ করছে, তাই আমিই ভেঙেছি। আমার ছেলেরা জড়িত নয়’। .

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মুরাদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ